পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৩

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)বৃত্তান্ত



সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) সম্পর্কে আমাদের দেশের মানুষদের তেমন কোনো ধারণা আগে ছিল নাতবে সম্প্রতি এর চাহিদা বাড়ছেঅনেকেই এ সম্পর্কে জানতে চানকিন্তু বেসিক তথ্যও অনেকের পক্ষে পাওয়া কঠিন হয়ে যায় নতুনদের জন্য ইন্টারনেটভিত্তিক আউটসোর্সিং এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) সম্পর্কে জানাটা জরুরি

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কী?

এসইও হলো অনলাইনে মার্কেটিং করামনে করেন, আপনার একটা কোম্পানি আছে সেখানে কলম অথবা পেন্সিল বানানো হয়ে থাকেশুধু বানালেই কি কাজ শেষ হবে? আপনার প্রডাক্টের বিক্রির জন্য নিশ্চয়ই মার্কেটিং, মানে বিজ্ঞাপন দিতে হবেঠিক তেমনই এসইও করতে হবে তখনই যখন আপনার একটি ওয়েবসাইট থাকবে এবং আপনি চান ওয়েবসাইটটি যেন সবার কাছে প্রচার হয়কিন্তু ওয়েবসাইট তো আর কলম বা পেন্সিল নয়, তাই মার্কেটিং টা একটি অন্য স্টাইলে করতে হবেমনে করুন, আপনি একটি ওয়েবসাইট খুলেছেনএখন এই ওয়েবসাইটের ভিজিটর পাবেন কোথায়? আপনি www.google.com ওপেন করে টাইপ করুন www.outsourcingguideline4u.blogspot.com কী দেখা যায়?  ওয়েবসাইটটার হোম পেজ গুগলে দেখা যাচ্ছেএকইভাবে অন্য যেসব সার্চ ইঞ্জিন আছে, সেখানেও যদি আপনি www.outsourcingguideline4u.blogspot.com লেখেন তাহলে www.outsourcingguideline4u.blogspot.com -এর সাইট চলে আসবেমূলত এই কাজটা করাই এসইওনতুন কোনো সাইটে ভিজিটর আনার একমাত্র উপায় হলো এসইও অর্থাযখনি কেউ কিছু লিখে সার্চ দেবেন গুগলে অথবা যে কোনো সার্চ ইঞ্জিনে, আপনার সাইটের লিংক যেন সেখানে দেখা যায়শুধু দেখা গেলেই হবে না, প্রথম ১০-এর মাঝে থাকতে হবে

এসইও কাদের জন্য?

এসইও মূলত ওয়েব ডেভেলপারদের জন্য দরকারঅথবা কারও যদি কোনো সাইট থাকে তাহলে তার জন্যও এটি দরকারকেউ যদি মনে করেন ওয়েবসাইটের সঙ্গে দুনিয়ার সবার একটা সম্পর্ক স্থাপন করবেন, অথবা যদি মনে করেন অ্যাড দিয়ে সাইট থেকে ইনকাম করবেন, তাহলে আপনার জন্যই দরকার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও তবে অনেকেই মনে করেন এসইও একবার করলেই ঝামেলা শেষ, আসলে তা নয়বরং এসইও রেগুলার চেকিংয়ের ওপরে রাখতে হয়সোজা কথা, আপনার ওয়েবসাইট নিয়ে যদি অনেক স্বপ্ন দেখে থাকেন, অথবা ইনকাম করতে চান, তাহলে অবশ্যই (এসইও) সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জানতে হবে, শিখতে হবে এবং সেটা করতে হবে

এসইও করলে কী হবে?

আপনার ওয়েবসাইটের ভিজিটর বাড়বে
আপনার ওয়েবসাইটের চাহিদা বাড়বে
আপনার ওয়েবসাইটের অনলাইনের পেজ র্যাঙ্ক বা মূল্য বাড়বে
আপনার ওয়েবসাইট দিয়ে গরপত্ড় ড়িত্শবত্ং-এর কাজ করে ইনকাম করতে পারবেন
এই ওয়েবসাইট দিয়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন থেকে আয় করতে পারবেন


সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য যা করতে হবে তা হলো

১. আপনার ওয়েবসাইটের সঙ্গে মিল রেখে উপযুক্ত কি-ওয়ার্ড সিলেক্ট করতে হবে
২. সব ধরনের সার্চ ইঞ্জিনে আপনার সাইট সাবমিট করা
৩. সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ব্যবহার
৪. সঠিক হেডিংয়ের ব্যবহার
৫. আপনার সাইটের লোড কমিয়ে আনতে হবে
৬. ওয়েব ডিরেক্টরিগুলোতে নিজের সাইট সাবমিট করা
৭. মাস মেইলিং প্রসেস
৮. ব্যাক লিংক তৈরি
৯. সুস্থ ও উন্নত কনটেন্ট
১০. alt এট্রিবিউটের ব্যবহার
১১. robot.txt-এর ব্যবহার
১২. nofollow লিংক নিয়ে ভাবনা

কীভাবে করবেন এসইও?

আমাদের দেশে দক্ষ জনশক্তির তুলনায় অদক্ষ জনশক্তির পরিমাণই বেশিযাদের কম্পিউটার সম্পর্কে সাধারণ ধারণা আছে, ইংরেজিতে মোটামুটি পারদর্শী, ওয়েবসাইট ভিজিট করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তারা অতি সহজে এসইওর কাজে পারদর্শী হতে পারেনকোন প্রোগ্রামিং ভাষা জানার তেমন দরকার নেই, তাই এই কাজ অতি সহজে রপ্ত করে দ্রুত কাজ শুরু করা যায় বলে বিশ্বব্যাপী এই কাজে নিয়োজিত আছেন লাখ লাখ মানুষআমাদের দেশেও হাজার হাজার তরুণ এসইওর কাজ করে বিশ্বব্যাপী জনপ্রিয় মার্কেট প্লেসগুলোতে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন পাশাপাশি দক্ষতার পরিচয় দিয়ে বিশ্বব্যাপী নজর কাড়তে সক্ষম হয়েছেনএসইওর জন্য ওয়েবসাইট ডিজাইন, ডেভেলপমেন্টসহ অনেক কিছুই শিখতে হয়

এসইও নিয়ে বাংলা ওয়েবসাইট
শুধু এসইও নিয়ে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট সম্প্রতি www.seotrainingbd.com নামে বাংলা ভাষায় একটি ওয়েবসাইট চালু করেছেবিভিন্ন কর্মশালা ও প্রশিক্ষণের পাশাপাশি এই প্রথম প্রতিষ্ঠানটি নতুন ফ্রিল্যান্সারদের জন্য ওয়েবসাইটের মাধ্যমে বাংলায় যাবতীয় সাপোর্ট দিচ্ছেএখানে ফ্রিল্যান্সিং বিষয়ে বিভিন্ন প্রশ্নেরও উত্তর পাওয়া যাবে

কোথায় প্রশিক্ষণ নেবেন?
আমাদের দেশে এরই মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান প্রফেশনালভাবে এসইওর কাজ শেখাচ্ছেতাই ভালো করে খোঁজখবর নিয়ে এদের যে কোনোটিতেই শিখতে পারেন এসইওর কাজপ্রায় সব প্রতিষ্ঠানেই এক থেকে দুই মাসের মধ্যে এসইওর কোর্সগুলো করিয়ে থাকেতবে যিনি এসইও শেখাবেন, দেখবেন তার সাইটটি গুগল সার্চের প্রথম দিকে থাকে কিনাসুতরাং আর দেরি না করে আজই কোনো একটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে আপনার ক্যারিয়ারে সম্ভাবনা আনতে, ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে গড়ে তুলতে এসইওর ওপর নিজেকে দক্ষ করে গড়ে তুলুন

মোটকথা, অনলাইন আয়ের সবচেয়ে সম্ভাবনাময় দিক হলো এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইওএটা বেশ সম্ভাবনাময়, আর এই সম্ভাবনা ততদিন থাকবে যতদিন ওয়েবসাইট থাকবেসুতরাং এ বিষয়ে অভিজ্ঞতা অর্জন করে ক্যারিয়ার গড়তে পারেন

1 টি মন্তব্য: