পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৩

ODesk (বাংলাদেশে রাসরি ব্যাংকের মাধ্যমে অর্থ উত্তোলনস) কি ভাবে Activate করবেন?



সবাই কেমন আছেনoDesk গত 1 August, 2012 থেকে (BDT Wire Transfer) বাংলাদেশে সরাসরি ব্যাংকের মাধ্যমে টাকা উত্তোলন করার ব্যবস্থা চালু করেছেঅনেক বাংলাদেশি ভাই odesk এ কাজ করছে তাদের কথা মাথায় রেখে আজকের এ tune টি করছিআমি Step by step দেখাব কিভাবে oDesk BDT Wire Transfer activate করবেন

Step One:

প্রথমে Wallet ট্যাব থেকে Withdrawal Methods এ ক্লিক করুন

Step Two:

এবার উপরের চিত্রের মত একটা Highlighted এরিয়া দেখতে পাবেনএখান থেকে Set up now বাটনে ক্লিক করুন

Step Three:

এবার Add withdrawal method: Wire Transfer নামে একটি নতুন window দেখতে পারবেনএখনে আপনার ব্যাংক এর SWIFT code দিতে হবেআপনার ব্যাংক এর SWFT code পাবার জন্য এখানে ক্লিক করুন

Step Four:

পরবর্তী page এ আপনার detail দিতে হবে
Additional Information Branch Name এবং Branch Address দেন
Bank Account Holder Information এ আপনার Name, Address, City, Country, Phone এবং I attest that I am the owner….. এ ঘরে টিক দিয়ে Review Detail… বাটনে ক্লিক করুন
Bank Account Holder Information ঘরটা খুবই important!
এখানে অবশ্যই আপনার oDesk Account এর নামে এবং Bank এর Account Holder এর নাম Same হতে হবে
Final Step
Finally যদি আপনার Bank Account holder info যদি oDesk এর info এর সাথে মিলে যায়, তাহলে একটা massage দেখাবে।
এবার Save বাটনে ক্লিক করুন
সবকিছু ঠিক থাকলে Success Massage দেখাবে।
আশা করি যারা এখনও BDT Wire Transfer Activate করেন নাই, তাদের উপকারে আসবে
সবাইকে ধন্যবাদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন