পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৩

ODESK Marketplace : বর্তমান প্রেক্ষাপট



”Odesk" এই নামটি সম্পর্কে নতূন করে আর কিছুলার নেইবিভিন্ন পত্র-পত্রিকা, ব্লগ, সামাজিক যোগাযোগ সাইট ইত্যাদি মাধ্যমগুলোর অন্যতম আলোচিত বিষয় হল এই সাইটটিতাই এই সাইটটির পরিচয় সংক্রান্ত ভুমিকা নিয়ে আজ লিখব নালিখব " Odesk " এর বর্তমান বাস্তবতা এবং এর ভবিষৎ কার্যকারিতা নিয়ে

অনলাইন ডেস্ক-ওডেস্ক”; ঘরে বসে টাকা উপার্জন করার অন্যতম অনলাইন সাইটএ ধরনের অন্যান্য আরো সাইট থাকলেও বাংলাদেশে এ সাইটটি সবচেয়ে জনপ্রিয় বললে ভুল হবেনাকারন এ সাইটটির নির্ভরযোগ্যতা এবং ঘন্টা প্রতি আয়ের ব্যবস্থাঅনেক আগে থেকেই আমাদের মেধাবী এবং পরিশ্রমী ভাই ও বোনেরা এ সাইটে কাজ করে সাইটটিতে বাংলাদেশের নাম উজ্জল করে আসছেবর্তমানে তো ফেসবুকের মতো ” Odesk " এ একটি আইডি থাকা চাই এমন অবস্থাআমাদের শিক্ষিতদের একটি বিশাল অংশ বেকার, আর তাই যারাই এ সাইটটি সম্পর্কে জানছে তারাই হুমরিখেয়ে, জেনে না জেনে সাইটটি তে আইডি খুলছেবিষয়টি স্বাভাবিক না অস্বাভাবিক তা ভাবার প্রশ্ন রাখেএছারা এর সাথে যুক্ত হয়েছে সরকারি প্রচারনাআজকাল বিটিভিতেও এ বিষয়ে অনুষ্ঠান দেখা যায় বিকল্প কর্মসংস্থানের উৎস হিসেবে ” Odesk " এবং এ ধরনের অন্যান্য মাধ্যম অত্যন্ত গুরুত্বপুর্ন বলে বিবেচিতআর তার প্রমান আমরা ইতিমধ্যে পেতে শুরু করেছিআমাদের অনেক বেকার ভাই ও বোনেরা আজ সচ্ছলভাবে জীবন-যাপন করছে

হুজুগ এই শব্দটি আমাদের বাঙালীদের সাথে বেশ যায়কিন্তু হুজুগে সুযোগ নষ্ট করা কী ঠিক ! যথারীতি ” Odesk " সাইটটিতেও আমরা জেনে না জেনে হুজুগের বাঙালি হচ্ছিঘরে বসে সহজে টাকা উপার্জনএর নামে অলিতে গলিতে ব্যাঙের ছাতার মত অসংখ্য প্রতিষ্ঠান গড়ে উঠেছেঘরে বসে সহজে টাকা উপার্জনএই বাক্যটির সহজেকথাটি কী আসলেই সহজ ? আমার জানামতে এ সকল সাইটে কাজ করে টাকা উপার্জন করা অবশ্যই কষ্টসাধ্য এবং পরিশ্রমের ব্যাপারপরিশ্রমী, মেধাবী এবং সংশ্লিষ্ট কাজে যোগ্যতা সম্পন্ন ব্যাক্তিরাই এখানে সফলতা অর্জন করতে পারেতাই, না জেনে না বুঝে এবং সংশ্লিষ্ট কাজ সম্পন্ন করার মত যোগ্যতা না থাকলে এ সাইটগুলোতে আইডি খুলে অযথা কাজের আবেদন না করাই শ্রেয়আজকাল দেখা যাচ্ছে ক্লাস এইটে পড়া ছাত্র থেকে শুরূ করে চাকরিজীবি পর্যন্ত অনেকেই ” Odesk " কে টাকা উপার্জনের হাতিয়ার হিসেবে মনে করছেযার ফলে প্রতারনার সংখ্যাও দিন দিন বাড়ছে ” Odesk " একটি বিকল্প কর্মসংস্থান এটি মনে রাখতে হবেযেহেতু বাংলাদেশে শিক্ষিত বেকার প্রচুর তাই ” Odesk " তাদের জন্য বিকল্প কর্মসংস্থান এর জন্য একটি ভালো মাধ্যম হতে পারেকিন্তু কাজ না জেনে এ ধরনের সাইটগুলোতে খুবই সামান্য টাকার বিনিময়ে (per hour rate) কাজ করার চেষ্টা করলে; কাজ তো সম্পন্ন হচ্ছেই না উল্টো সামগ্রিকভাবে কাজের বাজার নষ্ট হচ্ছে এবং সেইসাথে ক্ষতিগ্রস্থ হচ্ছে এর উজ্জল ভবিষৎ বাংলাদেশে যারা এ সাইটটিতে পেশাদারী মনোভা নিয়ে কাজ করছে তাদের জন্য এটা বিশাল চিন্তার বিষয় হয়ে দাড়িয়েছেকার “Odesk” এ বাংলাদেশী কর্মীরা বেশ সুনামের (professionalism) সাথে কাজ করে যাচ্ছে এ সুনাম নিশচয়ই একদিনে বা একমাসে তৈরী হয়নি !

তাই যারা “Odesk” বা এ ধরনের অন্যান্য সাইটগুলোতে কাজ করতে আগ্রহী তাদের জন্য আমার সৎ পরামর্শ হল-

১. “Odesk” এর যে শ্রেনীতে আপনি কাজ করতে আগ্রহী, ঐ ধরনের কাজ সম্পর্কে
আগে জানার ও শেখার চেষ্টা করুনপ্রয়োজনে কোন ভালো সংশ্লিষ্ট এক্সপার্ট বা প্রতিষ্ঠানের সাহায্য নিনপ্রতারনা থেকে সাবধান

২. “Odesk” বাজার কে বুঝার চেষ্টা করুনআপনার কাজ এবং Client এর সাথে আপনার ব্যবহার ও যোগাযোগে কে আরও বেশী PROFESSIONAL করে তুলুন

৩. আপনি যা জেনেছেন বা শিখেছেন তাই শেষ নয় বরং আপনার অনুসন্ধানী এবং শিখার মনকে সর্বদা জাগ্রত রাখার চেষ্টা করূন নিজেকে সবসময় UP-TO-DATE রাখুন জন্য Google তো আছেই

মনে রাখতে হবে, সচেতনতা ও পেশাদারী মনোভাবের অভাব এবং সুদূরপ্রসারী চিন্তাভাবনা না করার ফলে বিশ্ব শ্রমবাজারে আজ আমরা নিগৃহীত হচ্ছিতাই সময় থাকতে আমাদের অনলাইনে অর্থ উপার্জনএর বিষয়ে আরো বেশি সচেতন ও পেশাদারী হওয়ার প্রয়োজন

ধন্যবাদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন