পৃষ্ঠাসমূহ

শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৩

ওডেস্কে - ডাটা এন্ট্রির কাজ



বর্তমানে বাংলাদেশে ডাটা এন্ট্রি অন্যতম জনপ্রিয় কাজঅন্যান্য কাজের চেয়ে এই কাজে অনেকেরই আগ্রহ একটু বেশি থাকেকেননা অন্যান্য কাজের জন্য যেমন অভিজ্ঞতার প্রয়োজন হয় এখানে শুধুমাত্র অফিস প্রোগ্রাম সম্পর্কে ধারণা থাকলে অনেক কাজ পাওয়া যায় তাই ওডেস্কে ডাটা এন্ট্রির কাজে প্রতিযোগিতা বেশিকাজ শুরু করার আগে অবশ্যই নিজেকে সেই ভাবে প্রস্তুত করে নিতে হবেডাটা এন্ট্রি কাজ বিভিন্ন ধরণের হতে পারেবিভিন্ন ওয়েব সাইটের তথ্য Excel কিংবা পিডিএফ ফাইল থেকে Excel এ রাখতে হবেএজন্য আপনাকে অফিস প্রোগ্রামগুলো জানতে হবে
  • Ms Excel
  • Ms Access
  • Pdf to word/excel
  • Image editing
  • Basic wordpress/joomla
  • google

সম্প্রতি বাংলাদেশে হয়ে যাওয়া ওডেস্কের অনুষ্ঠানে জানা যায় বাংলাদেশী ফ্রিল্যান্সারদের একটি বিশাল অংশ ডাটা এন্ট্রির কাজ করে থাকেনঅন্যান্য কাজের চেয়ে এর পরিমাণ বেশি খুশির খবর হলেও এখানে আপনাকে আপনার অবস্থান তৈরি করে নিতে পরিশ্রম করতে হবেযাতে করে প্রথম থেকেই কাজ পান এবং সুষ্ঠুভাবে সমাপ্ত করতে পারেনকারণ এই বিশাল প্রতিযোগীতার বাজারে আপনি একটু পিছিয়ে গেলে অনেক জন এগিয়ে যাবেতাই অনলাইনে কাজে নামার আগে নিজেকে প্রস্তুত করে নিন
অফিস প্রোগ্রাম বিশেষ করে Ms excel ,Ms Access না জানা থাকলে এখনই শিখতে বসে যানপিডিএফ ফাইল এডিটিং করা শিখতে হবেঅনেক সময় পিডিএফ থেকে অন্য পিডিএফ তৈরি করতে তে পারেকিংবা word./excel এ বানাতে হতে পারেঅনলাইনে বহু সফটওয়ার রয়েছে ডাউনলোড করে পরীক্ষা করুনকাজের সময় এগুলো ডাউনলোড করে ব্যবহার শিখতে গেলে আপনার সময় নষ্ট হবেআর ওয়ার্ডপ্রেস এবং জুমলা সম্পর্কে বেসিক ধারণা রাখতে হবেডাটা এন্ট্রি করার জন্য অনেক সময় এই সাইটগুলো থেকে আপনাকে তথ্য নিতে হবেপরিশেষে গুগলকে ভালো মত ব্যবহার করা শিখতে হবেওয়েব সাইটের জন্য কিংবা বায়ারের চাহিদা অনুসারে তথ্য খুজে বের করার জন্যওডেস্ক এর পাশাপাশি অন্যান্য ফ্রিল্যান্সিং সাইটে ডাটা এন্ট্রি জব করার সুযোগ রয়েছে
সবাইকে ধন্যবাদ

1 টি মন্তব্য: