পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৩

ডাটা এন্ট্রি মাইক্রো জব ফ্রিল্যান্সিং



ডাটা এন্ট্রি কাজ যারা করেন তারা ভালভাবেই জানেন যে একটি ডাটা এন্ট্রি কাজ পাওয়া কতটা কঠিনকম্পিউটারের সাধারণ ব্যবহার জানলেই এ ধরনের কাজ করা যায় এজন্য প্রায় প্রতিটি মার্কেটপ্লেসে এক একটি ডাটা এন্ট্রি প্রজেক্ট করতে শত শত আবেদন পড়েএদের মধ্য থেকে সুনির্দিষ্ট একজনকে বেছে নিতে ক্লায়েন্টদেরকে সিদ্ধান্তহীনতায় ভুগতে হয়প্রথম কাজ পেতে কয়েক সপ্তাহ থেকে শুরু করে কয়েক মাসও লেগে যেতে পারে আজকে যে ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব তাতে কাজ করার জন্য কোন বিড বা আবেদন করতে হয় নাঅর্থাৎ ইচ্ছে করলে এই মূহুর্ত থেকে কাজ শুরু করে দেয়া যায়আর কাজগুলোও অত্যন্ত সহজ

সাইটটি হচ্ছে  www.Minuteworkers.com

এক একটি কাজ করতে ৫ থেকে ৩০ মিনিট সময় লাগেপ্রতিটি কাজের মূল্য ০.১০ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ১.৭৫ ডলার পর্যন্ত হয়ে থাকেসাইটে প্রতিদিনই নতুন নতুন কাজ আসে
কাজের প্রকারভেদ:
এবার দেখা যাক সাইটে কি কি ধরনের কাজ পাওয়া যায়
* Click and Search ($0.10 – $0.15): এ ক্ষেত্রে ক্লায়েন্ট একটি সাইটের লিংক দিবে, যাতে ভিজিট করে নির্দিষ্ট কিছু শব্দ দিয়ে সার্চ করতে হবেসব শেষে ক্লায়েন্টের বর্ণনা অনুযায়ী এক বা একাধিক বিজ্ঞাপনে ক্লিক করতে হবে
* Bookmark a page ($0.10 – $0.20):
ক্লায়েন্টের কোন একটি সাইটকে অন্য একটি সাইটে বুকমার্ক করতে হবেএ ধরনের বুকমার্ক সাইটের মধ্যে রয়েছে digg.com, delicious.com বা mixx.com, যা ক্লায়েন্ট কাজের বিবরণীতে উল্লেখ করে দিবে বুকমার্ক করার পূর্বে ওই সাইটে আপনার একটি একাউন্ট থাকতে হবে
* Signup ($0.10 – $0.20):
এক্ষেত্রে নির্দিষ্ট কোন সাইটে রেজিষ্ট্রেশন করতে হবে রেজিষ্ট্রেশন করার সময় আপনার ইমেইল ঠিকানা দিতে হবেএ ধরনের কাজ করার জন্য নিজের ব্যক্তিগত ইমেইল ঠিকানা দেয়া ঠিক হবে নাএজন্য পৃথক একটি ই-মেইল একাউন্ট খুলে সেটি দিয়ে রেজিষ্ট্রেশন করা উচিঅন্যথায় স্পাম ই-মেইলের কারণে আপনার দরকারি-মেইল খুঁজে পাবেন না
* Comment on other blog ($0.10 – $0.15):
এই কাজে ক্লায়েন্টের ওয়েবসাইটে গিয়ে এক বা একাধিক মন্তব্য দিতে হবেমন্তব্যগুলো সাধারণত দুই-এক লাইনের হবে এবং ওই ওযেবসাইটের বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে
* Forums ($0.10 – $0.15):
ধরনের কাজের জন্য কোন একটি ফোরামে রেজিষ্ট্রেশন করতে হবে এবং Signature হিসেবে ক্লায়েন্টের কোন ওয়েবসাইটের লিংক দিতে হবেএরপর ওই ফোরামের এক বা একাধিক পাতায় সামঞ্জস্যপূর্ণ মন্তব্য পোস্ট করতে হবে
* Facebook ($0.15 – $0.20):
এ ধরনের কাজের মধ্যে রয়েছে ক্লায়েন্টকে ফেসবুকে বন্ধু হিসেবে গ্রহণ করা বা ক্লায়েন্টের Fan হওয়া অথবা কোন নির্দিষ্ট বিষয়ে আপনার Wall এ পোস্ট করা
* Twitter ($0.15 – $0.20):
এক্ষেত্রে twitter.com একটি একাউন্ট থাকতে হবে এবং ক্লায়েন্টের একাউন্টকে Follow করতে হবে অথবা  নির্দিষ্ট কোন বিষয়ে পোস্ট করতে হবে

ইচ্ছে করলে এই মূহুর্ত থেকে কাজ শুরু করে দিতে পারেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন