পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৩

ফ্রিল্যান্সারদের জন্য অত্যাবশ্যকীয় ৫টি বিষয়



বাংলাদেশের মানুষের মাঝে ধীরে ধীরে ফ্রীল্যান্সিং এ আগ্রহ জন্মেছেতবে ফ্রীল্যান্সার হিসেবে সফলতা পাওয়া খুব একটা সহজ নয়আমি নিজে কোন বড় মাপের ফ্রিল্যান্সার না হলেও কিছু কিছু জিনিস পালন করি যা অনেকের কাজে লাগতে পারেআমি মনে করি এসব বেপার একটু গুছিয়ে নিলে আপনার ফ্রীল্যান্সিং ক্যারিয়ার অনেক দূর এগিয়ে যাবে

১. বেশি বেশি পড়ালেখা

অনেক সময় কাজ কম থাকে বা কাজ থাকলেও একটি সময় নিজের উন্নতি সাধনের জন্য কাজ করে যাওয়া উচিতকাজের ক্ষেত্রে কিছু কিছু জিনিস হয়তো জানা প্রয়োজন হয় আর দেখা যায় সেটা শেখার কথা ভুলেই গিয়েছেন অথবা আজ যেটা শেখা গুরুত্বপূর্ণ মনে হলো কাল সেটা অপ্রয়োজনীয় মনে হচ্ছেএ বেপারগুলো হেলা-ফেলা না করে নিজের উন্নয়নের জন্য কাজ করে যাওয়া উচিত

২. নিজের মান বজায় রাখা

নিজের কাজের, পারিশ্রমিক, ব্যক্তিত্বের একটা মান বজায় রাখতে বলবোঅমি নিজেও দিনে ৪-৫ টা লেখা লিখতে পারি অথচ নিজের মানের ব্যাপারে সচেতন হওয়ায় ছোট এবং কম প্রয়োজনীয় বিষয়গুলোকে লেখা হয় নাএরকমই যে কোন কাজ পেলেই হাত পেতে না নিয়ে অবশ্যই নিজের স্ট্যান্ডার্ড অনুযায়ী চলা উচিতআর এটাও খেয়াল রাখতে হবে নিজের মান এক জায়গায় থাকবে নাদিন দিন এটার উন্নতি করতে হবে আপনাকেই

৩. ক্লায়েন্ট/পরিচিতদের জন্য উপদেশের ব্যবস্থা রাখা

আপনার পোর্টফলিও বা ব্যক্তিগত ব্লগে অবশ্যই সমস্যার সমাধান দেওয়া, উপদেশ দেয়ার একটা ব্যবস্থা রাখবেনফোনে বা মোবাইলে কেউ সহয়তা নিতে চাইলে তাদের উপদেশ দিবেন এটা আপনার ভবিষ্যত চলার পথকে আরো সুন্দর করবে

৪. নিয়মিত যোগাযোগ

যোগাযোগের ব্যাপারে অবশ্যই অনলাইন ও অফলাইন দুই মাধ্যমে কাছে থাকার চিন্তা করবেন আপনার সঙ্গে যুক্ত রাখুন অনেককে, আপনি যুক্ত থাকুন প্রয়োজনীয়দের সাথে

৫. অন্যান্য ফ্রিলান্সারদের কমিউনিটিতে অংশগ্রহন

ব্লগ, ফোরাম, ফেসবুক, টুইটার সহ অন্যান্য সামাজিক মাধ্যম সহ অফলাইনে কোন মিটিং, সাংবাদিক সম্মেলনে নিজেকে যুক্ত রাখুনআপনার কাছে মনে হতে পারে এই কমিউনিটিতে যুক্ত থেকে আপনার কোন টাকা আসছে না, কিন্তু এটাই আপনার জীবেন নতুন পরিচয় এনে দিতে পারে, পরিচয় হতে পারে নতুন কোন আইডিয়ার
সবাইকে ধন্যবাদ, লেখাটি পড়ার জন্য

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন