পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৩

ওডেস্ক এ জব এ বিড করার নিয়মাবলী



কিভাবে আমি একটি জবে আবেদন করতে পারি?
একজন কনট্রাকটার(হতে পারেন আপনি) যেকোন জবে আবেদন করতে পারবেতবে ওডেস্ক, বাছাই করে জবে অ্যাপ্লাই করতে পরামর্শ দেয়কাজ পাওয়া কোন ভাগ্যের ব্যাপার নয়, এটা আসলে কাজের জন্য সঠিক প্রার্থী বাছাই করাসফল হতে শুধুমাত্র সেইসব জবে অ্যাপ্লাই করুন যেগুলার জন্য আপনি নিজেকে যোগ্য মনে করেন
সাবধানতাঃ কিছু জব পোষ্ট যোগ্যতা দাবি করেযদি সেসব যোগ্যতা দেখাতে ব্যার্থ হন তাহলে আপনার আবেদনপত্র অযোগ্য বলে বিবেচিত হবে
নোটঃ প্রত্যেকটি জব পোষ্টিং এ এমপ্লয়ার বা বায়ার এর পেমেন্ট ভেরিফিকেশন এর অবস্থা দেখায়ওডেস্ক ঘন্টাচুক্তি কাজের ব্যাপারে ভেরিফাইড এমপ্লয়ারদের পেমেন্ট গ্যারান্টি প্রদান করেএমতাবস্থায় যদি এমপ্লয়ার টাকা নাও দেয় ওডেস্ক তা পরিশোধ করবে
ঘন্টাচুক্তি এর চাকুরিঃ
স্টেপ ১ : একটি জব খুজে বের করুন যেটাতে আপনি নিজেকে যোগ্য মনে করছেনভালভাবে জবটি সম্পর্কে পড়ুন এবং বুঝতে চেষ্টা করুন এমপ্লয়ার কি করাতে চায়
স্টেপ ২: একটি ইউনিক(সম্পূর্ন নতুন) কভার লেটার লেখুন যেখানে বর্ণিত থাকবে কেন আপনি এই জবটির জন্য শ্রেষ্ঠলেটারটি MS Word/Open Office এ লিখুন এবং ভূলভ্রান্তি ঠিক করে পাঠানোর জন্য পস্তুত করুনওডেস্ক জব পোষ্টিং এর সাইটটির অ্যাড্রেসটি ব্রাউজারে বুকমার্ক করে রাখতে সুপারিশ করেযখন আপনি কোন জবে আবেদনের জন্য প্রস্তুত তখন Apply বাটনে ক্লিক করুন
স্টেপ ৩: আপনার দাবিকৃত রেট(প্রতি ঘন্টায় ডলারে) লিখুন, ওডেস্ক আপনার রেটের সাথে ১০% চার্জসহ এমপ্লয়ার এর কাছে দাবি করবেএবং পুরো ব্যাপারটি শো করবে
স্টেপ ৪: আপনার লেখা লেটারটি নির্দিষ্ট ঘরে কপি করুনআপনি লেখার মধ্যে কোন প্রকার ইমেজ দিতে পারবেন নাতবে সাধারন HTML formatting অনুমতি আছেআপনি কোন ডকুমেন্ট স্যাম্পল ওয়ার্ক হিসেবে এটাচ করে দিতে পারেন এজন্য নিচে Attachment এ ক্লিক করুনকভার লেটারটি যেটা দিয়েছেন সেটি এটাচ করবেন না যতদুর সম্ভব কোন নমুনা কাজ এটাচ করুন
স্টেপ ৫: নিচে থাকা oDesk user agreement and policies এ রাজি এটা প্রকাশ করার জন্য Agree to Terms box চেক করুন
স্টেপ ৬: Apply to this Job বাটনে ক্লিক করুন
নোটঃ সর্বোচ্চ চেষ্টা করুন বায়ারের বাজেটের মধ্যে চার্জ দাবি করতেআপনার দাবিকৃত চার্জ বায়ার দেখতে পাবে এবং এই রেটের উপর কাজ পাওয়ার সম্ভাবনা অনেকখানি নির্ভর করে
নির্ধারিত মূল্যের জব
স্টেপ ১: একটি জব খুজে বের করুনমনযোগ দিয়ে জবের চাহিদা পড়ুন এবং বুঝতে চেষ্টা করুন এমপ্লয়ার কি চেয়েছে
স্টেপ ২: একটি ইউনিক(সম্পূর্ন নতুন) কভার লেটার লেখুন যেখানে বর্নিত থাকবে কেন আপনি এই জবটির জন্য শ্রেষ্টলেটারটি MS Word/Open Office এ লিখুন এবং ভূলভ্রান্তি ঠিক করে পাঠানোর জন্য পস্তুত করুনওডেস্ক জব পোষ্টিং এর সাইটটির অ্যাড্রেসটি ব্রাউজারে বুকমার্ক করে রাখতে সুপারিশ করেযখন আপনি কোন জবে আবেদনের জন্য প্রস্তুত তখন Apply বাটনে ক্লিক করুন
স্টেপ ৩: পুরো কাজটি সম্পূর্ন করতে আপনার দাবিকৃত রেট (যত কম হয় ততই ভাল) লিখুন, ওডেস্ক আপনার রেটের সাথে ১০% চার্জসহ এমপ্লয়ার এর কাছে দাবি করবেএবং পুরো ব্যাপারটি শো করবেupfront এ আপনি কাজের পূর্বে কত পার্সেন্ট চান তা উল্লেখ করুনএটা আপনার রিস্ক কমিয়ে দেবে যেহেতু, ওডেস্ক ফিক্সড কাজের গ্যরান্টি দেয় না
স্টেপ ৪: কতদিন লাগতে পারে এই কাজটি করতে তা সিলেক্ট করুন
স্টেপ ৫: আপনার লেখা লেটারটি নির্দিষ্ট ঘরে কপি করুনআপনি লেখার মধ্যে কোন প্রকার ইমেজ দিতে পারবেন নাতবে সাধারন HTML formatting অ্যালাউ আছেআপনি কোন ডকুমেন্ট স্যাম্পল ওয়ার্ক হিসেবে এটাচ করে দিতে পারেন এজন্য নিচে Attachment এ ক্লিক করুনকভার লেটারটি যেটা দিয়েছেন সেটি এটাচ করবেন না যতদুর সম্ভব কোন নমুনা কাজ এটাচ করুন
স্টেপ ৬: নিচে থাকা oDesk user agreement and policies এ রাজি এটা প্রকাশ করার জন্য Agree to Terms box চেক করুনএবং
স্টেপ ৭: Apply to this Job বাটনে ক্লিক করুনআপনি রিজেক্টড হলে পুনরায় আবেদন করতে পারবেন না, যদিও ঘন্টাচুক্তির জবের ক্ষেত্রে এটা করা সম্ভব
স্টেপ: ৮: একটি নোটিশ আসবে সেখানে ওডেক্ট ফিক্সড কাজের পেমেন্টর ব্যাপারে যে গ্যারান্টি দেয় না তা লেখা থাকবেYes, I understand বক্স চেক করুন এবং Continue to apply বাটনে ক্লিক করুন যদি এতকিছুর পরও রাজি থাকেন
নোটঃ সর্বোচ্চ চেষ্টা করুন বায়ারের বাজেটের মধ্যে চার্জ দাবি করতেআপনার দাবিকৃত চার্জ বায়ার দেখতে পাবে, সর্বনিম্ন রেট দাবি করা কাজ পাওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেয়
Agencies
Exclusive agency contractors will not be asked to enter a rate - their applications will be submitted at their profile rates. Non-exclusive agency contractors must choose to apply independently or as part of the company and will set their own rates either way. Staffing managers will be asked to specify which team member the application is for and will have an opportunity to enter a rate. (এটুকু বুঝি নাই তাই কেউ অর্থ করে গোবাতে দেন আমি এডিট করে দিচ্ছি)
আবেদনপত্রের কোঠা কি?
oDesk আবেদনের জন্য ইউজার বা কন্ট্রাক্টরদের লিমিট করে দেয়, লিমিট এর পরিমান আবেদন আপনি করতে পারবেন প্রতি সপ্তাহেপ্রথম রেজিস্টেশন করার পর ২টি আবেদন করা যায়বিভিন্ন পরীক্ষা দিয়ে তার লিমিট বাড়াতে হয়
আমি কভার লেটারে কি কি এড করতে পারি?
প্রতিটি কভার লেটার ইউনিক হতে হবেকভারে লেটার আপনার কাজ পাবার সম্ভাবনাকে অনেক বাড়িয়ে দিবেপ্রতিটি কভার লেটারে স্পষ্টভাবে নিজের যোগ্যতা তুলে ধরা উচিৎ কভার লেটার একবার সাবমিট করলে আর তা এডিট করা সম্ভব নয়সুতরাং সময় নিয়ে সম্পূর্ন নির্ভূলভাবে কভার লেটার তৈরি করা উচিৎ
সতর্কতাঃ কভার লেটারটির লেখা পুরো প্লেইন টেক্সট হতে হবে, কোন ফরমেট গ্রহনযোগ্য নয় যেমন, বোল্ড, ইটালিক, হেডিং, হাইপারলিংকএছাড়াও কোন ফরমেটিং ট্যাগ যেমন HTML, BBCode, Wiki, ইত্যাদি ব্যবহার করতে পারবেন নাতবে কোন ইউআরএল বা এড্রেস দিলে তা ওডেস্ক সরাসরি ক্লিকেবল লিংকে রুপান্তর করবেওডেস্ক রিভিও লেটারটি যেকোন ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামে লিখতে পরামর্শ দেয় যাতে কোন স্পেলিং ভূল না থাকেতবে ব্রাউজারে স্পেলচেক অপশন থাকলে এমনটি না করলেও চলবে
ওডেস্কে কভার লেটার লেখার কিছু গ্রহনযোগ্য এবং অগ্রহনযোগ্য বিষয়
•    কোন যোগাযোগের ঠিকানা দেওয়া যাবে না, যেমন ফোন নম্বর, চ্যাট আইডি, ইমেইল আইডি ইত্যাদিএটা ওডেস্ক বিরোধিতা করেতবে যখন কোন এমপ্লয়ার আপনাকে ইন্টারভিউ নিবে তখন আপনি এসব যোগাযোগের ইনফরর্মেশন দিতে পারবেন
•    "To Whom It May Concern" or "Dear Sir" এভাবে সম্মোধন করা যাবে না তবে "Dear Hiring Manager" অথবা এপ্লয়ারের নাম লিখে শুরু করা যেতে পারে
•    এই কভার লেটার বারবার কপি করা যাবে না, যখন যে জবটিতে এপ্লাই করবেন তখন সেটি নিয়েই লিখবেনঅনেক সময় জবের বিবরনেই জবের ব্যাপারে কিছু চেয়ে থাকে বা কিছু দেখাতে বলে সেভাবেই লেটারটিতে সাজাতে হবে
•    কোন কাকুতি মিনতি, অনুরোধ, এগুলা গ্রহনযোগ্য নয়আপনি লিখবেন কেন আপনি এই কাজের যোগ্য
আমি কেন upfront payment চাইব?
ওডেস্ক যেহেতু ফিক্সড রেটের কাজের জন্য নিশ্চয়তা প্রদান করে না সেহেতু তারা পরামর্শ দেয় upfront payment নেয়ার মাধ্যমে অনাকাঙ্খিত ক্ষতির ঝুঁকি কমাতে তবে কিছু বড় কারনও রয়েছে এখানে ছাড় দেওয়ার
নিজের সম্মান বৃদ্ধি করার জন্যঃ এমপ্লয়ারা অভিজ্ঞ কনট্রাক্টরদের কাছে আগেই পেমেন্ট করার ব্যাপারে নমনীয়, যাদের ভাল ফিডব্যাক আছেআপনি যদি নতুন হন ওডেস্কে, তাহলে এ ব্যাপারটা ছাড় দেয়া যেতে পারে কোন পূর্বপেমেন্ট না চেয়েনিজের রেপুটেশন বাড়ানোর জন্য এভাবে কাজ করতে হবে প্রথম প্রথম তাতে আপনার কাজ পাবার সম্ভাবনা বাড়বে
এগুলা অনুবাদ করেছি আমি এখানে থেকে
যেহেতু আমি ইংরেজীতে খুবই কাচা তাই কেউ যদি কোন ভূল পান তাহলে গোবাতে দেন আমি দ্রুত এডিট করে দিবছোট্ট একটি প্রচেষ্টা চালালাম, নিজের জন্য অনুবাদ করতে হচ্ছিল তাই ভাবলাম ফোরামেও দিয়ে দেই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন