পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৩

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) এর-১০ টিপস



সবাই চায় তার ওয়েবসাইটটি গুগল কিংবা বিংয়ের সার্চে সবচেয়ে ওপরের দিকে থাকুকসেটা করতে গিয়েই একটি টার্ম খুব প্রচলিতসেটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও)অর্থা সার্চ ইঞ্জিনগুলো কীভাবে আপনার ওয়েবসাইটকে এনালাইসিস করছে এবং কীভাবে সেটা সার্চের ফলাফল হিসেবে নিয়ে আসছে, সেটা অপটিমাইজ করাএর মূল উদ্দেশ্য হলো, কোনো কিছু দিয়ে গুগলে গিয়ে সার্চ করলে যেন আপনার পৃষ্ঠাটি প্রথমে চলে আসেতাতে আপনার পৃষ্ঠায় ট্রাফিক বেশি আসবে বেশি মানুষ আপনার ওয়েবসাইট ভিজিট করবে, যদিও পুরোপুরি সার্চ ইঞ্জিন অপটিমাইজ করা একটি বেশ জটিল বিষয়তবুও কিছু ছোট ছোট পদক্ষেপ আপনাকে অনেক সাহায্য করতে পারেআর যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) নিয়ে আউটসোর্সিং/ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে চান, তারা বেসিক বিষয়গুলো এখান থেকে জেনে নিতে পারেন

প্রথমত : আপনি যে কাজটি করতে পারেন, তা হলো আপনার ওয়েবসাইটটির একটি গ্লোবাল অবস্থান (ranking) জেনে নিতে পারেনএর জন্য মোটামুটি একটি ওয়েবসাইট হলো অ্যালেক্সা.কম (http://WWW.alexa.com)| বিখ্যাত অ্যামাজন.কম এই ওয়েবসাইটটি পরিচালনা করে থাকেসেখানে গিয়ে যদি ওয়েবসাইটের ঠিকানাটি লিখে দিন, তাহলে দেখতে পাবেন সাইটের অবস্থান (ranking) কোথায়তবে একটি বিষয় এখানে বলে রাখা ভালো যে, অ্যালেক্সাতে ওয়েবসাইটের অবস্থান পুরোপুরি সঠিক নয়তবে মোটামুটি একটা ভালো গাইডলাইন পাওয়া যায় বটেআপনার লক্ষ্য হবে সেই অবস্থানটিতে ওপরের দিকে ওঠা; অর্থ্যা এক হলো সর্বোচ্চ অবস্থানদশ হাজার হলো নিচের দিকের অবস্থান

দ্বিতীয়ত : আপনার ওয়েবসাইটটি গুগল সার্চ ইঞ্জিনে রেজিস্ট্রেশন করুনএটা করতে বিভিন্ন রকমের সফটওয়্যার পাওয়া যায়সেগুলো ব্যবহার না করে, সরাসরি নিজেই কাজটি করতে পারেন এই ঠিকানায়
http://www.google.com/addurl/?continue=/addurl

তৃতীয়ত : প্রতিটি ওয়েব পেজের একটি টাইটেল থাকেসেই টাইটেলটি থেকে সার্চ ইঞ্জিন বুঝতে পারে, এই পৃষ্ঠাটি কিসের ওপর নির্মিতএখানে আরেকটি কথা বলে নেয়া প্রয়োজনবিভিন্ন সার্চ ইঞ্জিনের রয়েছে রোবট, যা বিভিন্ন সময়ে গিয়ে বিভিন্ন ওয়েবসাইট স্বয়ংক্রিয়ভাবে পড়ে নিয়ে আসেআমরা মানুষ যখন ইন্টারনেট ব্রাউজ করে ওয়েব পেজ ব্রাউজারে লোড করি, একইভাবে রোবটগুলো (মূলত সফটওয়্যার) বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে সব পৃষ্ঠা নিজের কাছে নিয়ে আসেতারপর বিভিন্ন রকম অ্যালগরিদমের ভিত্তিতে সেই পৃষ্ঠাটিকে অ্যানালাইসিস করে থাকেপৃষ্ঠার টাইটেল হলো তেমন একটি প্যারামিটারএটা অনেকটা বাড়ির নামের মতোবাড়ির নাম যদি হয় আনন্দ মহলতাহলে রোবট ধরেই নেবে, এই বাড়িটি হবে শান্ত ধরনেরআর বাড়ির নাম আনন্দ মহলদিয়ে কাজে দেখালেন হট্টগোল, তাহলে আপনি ধরা খেলেন তাই টাইটেলটি হতে হবে অর্থবহকিন্তু টাইটেলে অযাচিত কি-ওয়ার্ড দিয়ে ভরে রাখবেন নাতাহলে ওগুলোকে স্প্যাম হিসেবে গণ্য করা হবেআবার প্রতিটি পেজের টাইটেল যেন আবার একই না হয়

চতুর্থত : যতটা সম্ভব আপনার যে কোনো পৃষ্ঠায় অন্য কিছু পুরনো পৃষ্ঠার লিংক দিনএই লিংকগুলো থেকে রোবটগুলো বুঝতে পারে, এই পৃষ্ঠাটি ঠিক কিসের ওপর তৈরি করারোবটগুলো আমাদের ভাষা ততটা বুঝতে পারে না (কিছুটা পারে)তাই এমন লিংক থেকে বুঝতে পারবেকোথায় কোথায় এবং কোন কোন পৃষ্ঠার জন্য লিংক দিচ্ছেনতার অর্থ হলো, এই পৃষ্ঠাতে নিশ্চই তেমন সব জরুরি বিষয় রয়েছে, নইলে আপনি লিংক দেবেন কেন? এই যুক্তিতে রোবটগুলো বুঝতে পারবে আপনার তৈরি পৃষ্ঠাটি কিসের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে

পঞ্চমত : অন্যান্য ভালো ওয়েবসাইটের সঙ্গে সখ্য করুনঅর্থা ভালো কোনো ওয়েবসাইট যদি আপনার ওয়েবসাইটকে তার কোনো লেখায় কিংবা পৃষ্ঠায় লিংক দেয়, তাহলে রোবট বুঝতে পারে আপনার ওয়েবপেজটি গুরুত্বপূর্ণযেমন ধরুন, সিএনএন কিংবা বিবিসি যদি আপনার কোনো পৃষ্ঠার লিংক তাদের কোনো পেজে ব্যবহার করে, তাহলে তার মূল্য অনেক বেশি হবেতাই ভালো ভালো ওয়েবসাইটগুলোর সঙ্গে কাজ করার চেষ্টা করুন

ষষ্ঠত : এবারে উল্টোটা দেখে নিনপরের যেখানে বললাম যে, অন্য কোনো সাইট যদি আপনার সাইটের রেফারেন্স দিয়ে থাকে, তাহলে আপনার সাইটটির মান ভালো এবারে আপনি করলেন কি, চালাকি করে নিজেই কিছু সাইট বানিয়ে কিংবা আপনার বন্ধুদের সাইট থেকে নিজের সাইটে লিংক দিলেনঅনেক সময় অনেকেই টাকার বিনিময়ে লিংক এক্সচেঞ্জ করে থাকেএই ধরনের ওয়েবপেজগুলোর রেপুটেশন ভালো নয়আপনার সাইট যদি সেই খারাপ রেপুটেশনের কোনো ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থাকে, তাহলে তার জন্য সাইটিও ক্ষতিগ্রস্ত হতে পারেতাই অসৎসঙ্গ পরিহার করুন

সপ্তমত : ছবির সঙ্গে ্তুঅখঞ্থ ট্যাগটি ব্যবহার করুনরোবটগুলো ছবি দেখে বুঝতে পারে না, এটা কিসের ছবিকিন্তু আপনার অখঞ ট্যাগটি দিয়ে বলে দিতে পারেন, এই ছবিটি কিসেরতা অনেক উপকারে আসবে

অষ্টমত : মাঝে মাঝে কিছু কিছু শব্দ বোল্ড করতে পারেন, কিন্তু খুব বেশি নয় কারণ সেটা পাঠককে যেমন বিরক্ত করে, সেটা রোবটগুলোরও বিরক্তি তৈরি করে


নবমত : সাইটটি যদি অনেক বড় হয়, তাহলে একটি সাইট ম্যাপতৈরি করতে পারেন মনে রাখবেন, একটি ওয়েবসাইট মানুষের জন্য যতটা সুবিধার হবে, সার্চ ইঞ্জিন তাকেই খুঁজে বের করতে চাইবেএই সরল বিষয়টি মাথায় রেখে কাজে নেমে যান

দশমত : যারা ফ্রিল্যান্সিং কাজ করতে চান, তাদের একটি বড় চাহিদা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজ করাহাজার হাজার ওয়েবসাইট তাদের পৃষ্ঠাকে সার্চ ইঞ্জিনের সবচেয়ে প্রথমে আনার চেষ্টা করে যাচ্ছেতাই আপনার কাজ পেতে কোনো সমস্যা হবে নাআপনাদের যে কাজটি বেশি করতে হবে, তা হলো, ওয়েব পেজটি পড়ে সেখান থেকে যথার্থ কি-ওয়ার্ডগুলো বের করতে হবেঅর্থা আপনাকে বুঝাতে হবে, ওই পেজটি কোন বিষয়ের ওপর লেখা, ওটা কি একটি কসমেটিক্স পণ্যের ওপর, নাকি ওটা কোনো চিকিৎসা সংক্রান্ত ওয়েব পেজতারপর কি-ওয়ার্ডগুলো সেই পেজে বসিয়ে দিতে হবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন