পৃষ্ঠাসমূহ

শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৩

ওডেস্ক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস



অন্যতম জনপ্রিয় এবং নির্ভরযোগ্য ফ্রিল্যান্সিং সাইট হচ্ছে ওডেস্কওডেস্কে ডাটা এন্ট্রি থেকে শুরু করে প্রোগ্রামিং সকল ধরণের কাজ করানোর জন্য রয়েছে বায়ার এবং  সারা বিশ্বে রয়েছে এই সকল কাজ করার জন্য ফ্রিল্যান্সারএকজন বায়ার তার চাহিদা মত কাজ করানোর জন্য লোক খুঁজে থাকেন এখন একটি সাইট ডিজাইনের কাজ হতে পারে আবার তার সহকারী হিসেবেও কাজ করতে হতে পারেএখন আপনি যদি এই সকল সাইটে নিবন্ধন করেন তাহলে আপনার যোগ্যতা অনুসারে কাজ পাবেনআপনার দক্ষতা, যোগ্যতা প্রমাণ করার জন্য পূর্বের কাজের কিছু উদাহরণ বায়ারকে প্রদর্শন করতে হবেহাজার হাজার প্রতিযোগী রয়েছে ওডেস্কসহ বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটেএখন যোগ্য লোক খুঁজে পাওয়া কষ্টকরআবার নিজের যোগ্যতা প্রমাণ করে বায়ারকে সন্তুষ্ট করাটাও কষ্টকরওডেস্কে নিবন্ধন করার জন্য কোন ফি লাগে নাকিন্তু যেসকল বিষয় বিশেষ ভাবে জরুরী তা হচ্ছে ১০০% প্রোফাইল কমপ্লিট করা, পোর্টফোলিও,স্কিল টেষ্ট, পেমেন্ট পদ্ধতি যুক্ত করা ওডেস্কে কাজ পাওয়ার পর তা শেষ করে বায়ারকে সাবমিট করতে হয়কিন্তু এই কাজটি পাওয়ার জন্য আপনাকে করতে হবে যুদ্ধবর্তমানে বাংলাদেশে কাজ জেনে না জেনে ওডেস্কে একাউন্ট খুলে কাজের জন্য অনেকে বিড করে যাচ্ছেকিন্তু সঠিক দিক নির্দেশনার কারণে শূণ্য হাতেই ফিরে আসতে হচ্ছে
ওডেস্কে একাউন্ট তৈরি করার পূর্বে আপনাকে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি কি কাজ করতে পারেনপারলে সেটি কতটুকু পারেনসেটি দিয়ে কী একজন বায়ারকে সন্তুষ্ট করতে পারবেন? যদি মনের মাঝে জোর না পান তবে একাউন্ট এখনই খুলবেন নাকেন খুলবেন না! বলছি এই জন্যই আপনার একাউন্ট তৈরির তারিখ থেকেই কিন্তু সময় কাউন্ট হবেআপনার কাজ না জানার কারণে হয়তো সহজে কাজ পাবেন না আর পেলেও বায়ার কাজে সন্তুষ্ট না হলে ফিডব্যাক খারাপ দেবেএতে করে নিজের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু হতে হতেই শেষ হয়ে যাবেসেই জন্য প্রথমে নিজে নিজে কিছু কাজ করুনসেগুলোতে ভালো ফলাফল পেলে সেটা উদাহরণ হিসেবে বায়ারকে দিবেনবায়ার ভাববে আপনি নতুন হলেও কাজ জানেনআর একবার নিজেকে দক্ষ হিসেবে প্রমাণ করতে পারলেই আর পিছনে ফিরে তাকাতে হবে না একজনের কাজ করেই এগিয়ে যেতে পারেন সামনের দিকে
এখন ভাবুন আপনি কি ডাটা এন্ট্রির কাজ করবেন? নাকি ওয়েব ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার, এনিমেশন না এসইও এক্সপার্টসবাইকে ধন্যবাদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন