পৃষ্ঠাসমূহ

শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৩

ওডেস্ক টিউটোরিয়ালঃ পর্ব দুই



আমার আগের ফ্রীল্যান্সিং পোষ্টে লিখেছিলাম কিভাবে প্রোফাইল তৈরী করবেন এবং প্রয়োজনীয় সেটিংস করবেনআজ আমি দেখাবো ওডেস্ক মেনু অপশন পরিচিতিএই পোষ্টটি পুরাটাই ইমেজের উপর নির্ভর করেপোষ্টটি পুরা লোড হতে অপেক্ষা করবেনআর এখানে ইমেজ গুলো আকারে ছোট দেখা যাবে , তাই ইমেজগুলো পরিস্কার দেখা যাবে নাঅনুগ্রহ করে যে ইমেজগুলো পরিস্কার দেখা যাবে না সেগুলো বড় করে দেখে নিবেনআসুন তাহলে শুরু করি
Odesk Menu Option: 1
ইমেজটি এখান থেকে বড় করে দেখুন

[
বি:দ্র: ইমেজ এর ক্রমিক নাম্বার অনুযায়ী এখান থেকে মিলিয়ে পড়ুন]
  • 1. ওডেস্ক এর মূল মেনু
  • 2. অ্যাকাউন্ট সম্পাদন এবং লগ আউট
  • 3. মেসেজ ইনবক্স , নোটিফিকেশন , টিকেট , সেন্ট আইটেম
  • 4. ওডেস্ক ব্যবহারকারীর তথ্য
  • 5. ওডেস্ক ব্যবহারকারীর প্রোফাইলের পোর্টফোলিও লিংক
  • 6. ওডেস্ক এ জব , কন্টাকটর , টেষ্ট , সাহায্য সার্চ দেওয়া
  • 7. ওডেস্ক লাইভ সাপোর্ট অপশন , বিভিন্ন বিষয়ে সাহায্য
  • 8. নোটিফিকেশন প্যানেলজব আসলো না গেলো , নতুন অফার
  • 9. কয়টা ইন্টারভিউ একটিভ আছে , কয়টা জব অ্যাপ্লাই খালি আছে
  • 10. প্রোফাইল সম্পাদন স্ট্যাটাস
  • 11. ওডেস্ক ব্যবহারকারীর প্রোফাইলের পোর্টফোলীয় লিংক
  • 12. আইডি ভেরিফাই লিংক
  • 13. টিম প্যানেল , কয়টা বায়ার আপনাকে হায়ার করেছে তার লিষ্ট
  • 14. পেমেন্ট প্যানেল , ওডেস্কে কয় ডলার আছে তার স্ট্যাটাস
  • 15. ওডেস্ক টিম সফটওযার ডাউনলোড লিংক
  • 16. একটা অ্যাপ্লাই করা জব চলে গেছে বা ইন্ডেড হয়েছে
  • 17. একটা নতুন জব স্টার্ট হয়েছে
এবার ওডেস্ক এর মূল মেনুগুরার সাথে পরিচিত হই
My Job


Odesk Menu Option: 2

[
বি:দ্র: ইমেজ এর ক্রমিক নাম্বার অনুযায়ী এখান থেকে মিলিয়ে পড়ুন]
  • 1. এখানে আপনি কতগুলো জব এ্যাপ্লাই করেছেন তার লিষ্ট দেখা যাবে এবং এখান থেকে জব মুছে দেয়া যাবে
  • 2. কতগুলো জব এই মুহুর্তে রানিং আছে তা দেখার জন্য
  • 3. আপনি বায়ার হলে নতুন জব এখান থেকে ছাড়তে পারবেন
Manage & Work

[
বি:দ্র: ইমেজ এর ক্রমিক নাম্বার অনুযায়ী এখান থেকে মিলিয়ে পড়ুন]
Odesk Menu Option: 3
  • 1. আপনাকে যে বায়ার হায়ার করেছে তার টিম এ আরো কতজন আছে তা দেখতে পারবেন
  • 2. আপনি আওয়ারলি কতক্ষন কাজ করেছেন এবং কাজের স্ক্রিনট দেখতে পারবেন
  • 3. এখানে আপনি Timelogs , My Weekly Timesheet , My Timesheet Details , Time Analyze দেখতে পারবেন
  • 4. আপনি টিমের এডমিন হলে টিম থেকে সদস্য নিয়ন্ত্রন করতে পারবেন
Payments

[
বি:দ্র: ইমেজ এর ক্রমিক নাম্বার অনুযায়ী এখানথেকে মিলিয়ে পড়ুন]
Odesk Menu Option: 4
  • 1. কোন কাজের জন্য কত ডলার জমা হয়েছে তার লিষ্ট দেখতে পারবেন
  • 2. ওডেস্ক খেকে টাকা উঠানোর জন্য বিভিন্ন অপশন এ্যাড করতে পারবেনযেমন: পেপাল , মানিবুকার্স, অ্যালার্ট পে, ব্যাংক ওয়ার প্রভৃতি।
  • 3. ওডেস্কে ডলার জমা হলে পেপাল , মানিবুকার্স দিয়ে তুলতে পারবেন
  • 4. আপনি এখান থেকে রেফারেল লিংক নিতে পারেনআপনার এই লিংক থেকে এ্যাকাউন্ট খুললে আপনি ০.৫০ ডলার পাবেন
Find Contractor & Jobs

[
বি:দ্র: ইমেজ এর ক্রমিক নাম্বার অনুযায়ী এখান থেকে মিলিয়ে পড়ুন]

Odesk Menu Option:5
  • 1. আপনি বায়ার হলে এখান থেকে কন্ট্রাক্টর খুঁজতে পারবেন
  • 2. আপনি এখান থেকে আপনার পছন্দের জব অ্যাপ্লাই করতে পারবেন
  • 3. এখান খেকে আপনার পছন্দের টপিকের উপর পরীক্ষা দিতে পারবেন
  • 4. ওডেস্কের কাজের ডিমান্ড যে গুলো বেশী তা এখানে দেখতে পারবেন , এখান থেকেই জব অ্যাপ্লাই করতে পারবেন
  • 5. ওডেস্কের পেমেন্ট অ্যাকাউন্ট দেখতে পারবেন , কি রকম কাজ আছে তা দেখতে পারবেন
  • 6. ওডেস্কের নাম করা গ্রুপ বা টিম এর লিষ্ট দেখতে পারবেনএমন কি এখান থেকে জয়েন করতে পারবেন
Ownself Account
[বি:দ্র: ইমেজ এর ক্রমিক নাম্বার অনুযায়ী এখান থেকে মিলিয়ে পড়ুন]
Odesk Menu Option: 6
  • 1. এখান থেকে আপনি আপনার প্রোফাইলকে সম্পাদন করতে পারবেন
  • 2. এখান থেকে লগ আউট করতে পারবেন
Ownself Account
[বি:দ্র: ইমেজ এর ক্রমিক নাম্বার অনুযায়ী এখান থেকে মিলিয়ে পড়ুন]
Odesk Menu Option: 6
  • 1. এখানে কোন কাজের মেইল আসবে এবং কাজের ইন্টারভিউ আসবে
  • 2. কাজের নোটিফিকেশন আসবে
  • 3. কোন সমস্যা অ্যাপ্লাই করলে তার রেসপন্স এখানে আসবে
  • 4. আপনার মেসেজের সেন্ট আইটেম দেখাবে
আজ এ পর্যন্তই , আগামী পর্বে থাকছে কিভাবে প্রোফাইলকে শক্তিশালী করবেন
আমার এই টিউটোরিয়াল অনুযায়ী অনুসরন করলে কাজ আপনি নিশ্চিত পাবেন
ধন্যবাদ , ভালো থাকবেন সবাই

বাংলাদেশ থেকে কিভাবে ফ্রিল্যানসিং করবেন ?



oDesk.com হচ্ছে একটি Freelancing Marketplace যেখানে সারা পৃথিবী থেকে প্রায় ১ লক্ষ Freelancer কাজ করছেএই মুহূর্তে oDesk এ ৪ হাজারের উপর কাজ রয়েছেসাইটিতে প্রতিটি Project এর জন্য একটি নির্দিষ্ট পরিমান মূল্য হিসেবে অথবা প্রতি ঘন্টা কাজের জন্য অর্থ উভয় প্রকারের কাজ পাওয়া যায়তবে ঘন্টা হিসাবে কাজের জন্য oDesk বেশী জনপ্রিয়এই পদ্ধতিতে কাজ করে তুলনামূলকভাবে অন্য Freelancing Site গুলো থেকে বেশী অর্থ উপার্জন করা সম্ভব oDesk কে আপনি একটি ভার্চুয়াল অফিসের সাথে তুলনা করতে পারেন, যেখানে আপনি একটি নির্দিষ্ট সময়ে ইন্টারনেটে উপস্থিত থেকে কাজ করবেনঐ সময়ে আপনি কি কি কাজ করছেন তা আপনার চাকরীদাতা (Buyer) এর কাছে একটি নির্দিষ্ট সময় পরপর Screen Shot এর মাধ্যমে Report পৌঁছে যাবেআপনি যতক্ষন কাজ করবেন ঠিক ততটুকু মূল্য আপনাকে পরিশোধ করা হবেঅতিরিক্ত সময় কাজ করলে তার মূল্যও আপনি পেয়ে যাবেনকমিশন হিসাবে এই সাইটের চার্জ হচ্ছে মোট টাকা 10%
বর্তমানে oDesk এ আমাদের দেশী Provider দের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেসাইটটিতে এই মুহুর্তে ১ হাজারের উপর বাংলাদেশী Provider রেজিষ্ট্রেশন করেছেন যাদের মধ্যে অনেকেই ৫০০ ঘন্টার উপর কাজ করে oDesk থেকে টাকা উপার্জন করছেনসাইটটিতে রয়েছেন Data Entry Operator, Software Development Consultant, Programmer, Website Developer, Writer ইত্যাদি পেশার বাংলাদেশী Providerআশা করা যায়, বেকার সমস্যায় জর্জরিত বাংলাদেশের তরুন সমাজ oDesk এর মত সাইটগুলোকেই এসময় তাদের ভার্চয়াল অফিস হিসেবে বাছাই করে নেবে
oDesk এ কোন ১টি প্রজেক্টে কাজ পেতে করনীয়
সাইটে log in করার পর Find Jobs ট্যাব থেকে আপনার পছন্দের কাজের বিভাগে Click করুন১ টি প্রজেক্টের পৃষ্ঠায় প্রজেক্ট সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য থাকেপ্রজেক্টে কাজ করতে চাইলে আপনাকে প্রজেক্টটিতে আবেদন (Bid) করতে হবেতবে সবকিছুর পরে অবশ্যই আপনাকে Readiness Test দিয়ে তাতে উর্ত্তীণ হতে হবেঅনেক প্রজেক্টে আবেদন করতে বিভিন্ন টেস্টের Certificate আপনার থাকতে হবেতাই যত বেশি Test দিবেন তত বেশি Project আবেদন করার সুযোগ সৃষ্টি হবে Buyer আপনাকে Select করলে আপনার PC তে “oDesk Team’’ Software টি চালু করুন এবং Log in করে কাজ শুরু করুন
oDesk Provider হিসাবে Registration
Provider দের জন্য এই সাইটে ২ ধরনের User Account রয়েছে১ টি হচ্ছে Freelancer Provider এবং অপরটি হচ্ছে Provider Companyস্বতন্ত্রভাবে কাজ করতে প্রথমটি Select করুনআপনার ব্যক্তিগত তথ্য দিয়ে Registration এর ধাপটি সম্পন্ন করুনসফলভাবে Registration করার পর একটু সময় নিয়ে আপনার Profile / Resume তৈরী করুনএকজন Provider এর Profile কয়েকটি ভাগে বিভক্ত:
1. My Account Summary: এই অংশে আপনার ব্যক্তিগত তথ্য, প্রতি ঘন্টা কাজের জন্য আপনি কত মূল্য পেতে ইচ্ছুক এবং সপ্তাহে কত ঘন্টা কাজ করতে পারবেন তা উল্লেখ করুন oDesk এ কাজ শুরু করার পূর্বে আপনাকে ১ টি Readiness Test দিতে হবে Readiness Test হচ্ছে এক ধরনের Test যার মাধ্যমে যাচাই করা হয় আপনি সাইটের সকল Policy ঠিকমত বুঝতে পেরেছেন কিনা Test দেবার জন্য Take The oDesk Readiness Test লিংকটিতে Click করুনপরীক্ষার ১ ঘন্টা সময়ের মধ্যে ২৫ প্রশ্নের উত্তর দিতে হবে উর্ত্তীণ হতে শতকরা ৯০ ভাগ প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে Test টি হবে “ Open Book” পদ্ধতিতে অর্থাৎ সমাধানের জন্য সাইট কর্তৃক প্রদত্ত বিভিন্ন ধরনের Manual এর সাহায্য নিতে পারবেনতাই Test এর পূর্বে Manual গুলো ভালো করে পড়ে নিন
2. Portfolio Projects: আপনি আপনার অতীতের সম্পন্ন কাজের details Descriptions, Photo এবং Attachments এই অংশে দিতে পারবেন
3. Employment History: কোন Company তে আপনার কাজের Experience থাকলে এই অংশে দিতে পারবেন
4. Education: এই অংশে আপনার শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করুন
5. Certifications’: এই অংশে আপনি যেসব Test এ উর্ত্তীন হয়েছেন তার Result উল্লেখ করুন
6. Skills: বিভিন্ন ক্ষেত্রে আপনার দক্ষতার বর্ণনা এই অংশে উল্লেখ করুন
7. Categories & Job Alerts: oDsek এ যে ধরনের কাজ করতে চান তা উল্লেখ করুন
8. Others Experiences: আপনার অন্য কোন Experience এই অংশে উল্লেখ করতে পারেন
oDesk এর বৈশিষ্ট্যসমূহ
Online Test:
Provider দের দক্ষতা প্রমানের জন্য oDesk রয়েছে ১৫০ টিরও বেশি পরীক্ষাপরীক্ষাগুলো নৈর্ব্যেত্তিক পদ্ধতিতে অনুষ্ঠিত হয়ে থাকেযে কোন সময় যে কোন পরীক্ষা দেয়া যায়বেশি বেশি New Provider রা তাদের Profile কে আরো উন্নত করতে পারে Test দেবার জন্য Log in করার পর Find Providers ট্যাব নামে Qualifications Tests লিংকটি Select করুনপ্রতিটি Test এ ৪০ টি প্রশ্ন থাকে এবং সময় থাকে ৪০ মিনিটএকই Test পূনরায় দিতে চাইলে ১ মাস অপেক্ষা করতে হবে
Team Management:
এই সাইটের মাধ্যমে একজন Buyer একই Project এ একসাথে অনেক Provider কে একটি নির্দিষ্ট সময়ের জন্য নিয়োগ দিতে পারে Team Manage করার জন্য রয়েছে “ Team Room” যেখানে Buyer একই সাথে সকল Team Member দের বিভিন্ন তথ্য, কাজের ইতিহাস এবং সর্বশেষ অবস্থা Observe করতে পারেরয়েছে “Time Analyzer” যা কোন Member কখন বা কত সময় ধরে কাজ করছে তা প্রদর্শন করে Buyer দের জন্য আরো রয়েছে Provider PC- Screen Shot দেখার পদ্ধতি, Desktop Screen Sharing, Bug Tracking এবং Subversion Host করার জন্য Server
Provider দের জন্য সুবিধাসমূহ:
Provider রা তাদের কাজের দক্ষতা এবং বিশ্বস্ততা প্রমান করতে তাদের PC তে “ oDesk Team” নামক ১ টি Software Installation এর মাধ্যমেএই Software একটি সময় পরপর Client এর কাছে Provider এর কাজের সর্বশেষ অবস্থা স্ক্রিন সট, কাজের মেমো, এ্যাক্টিভিটি লগ এবং ওয়েব ক্যাম থাকলে ছবি প্রেরন করে থাকেওয়েবক্যামে মাধ্যমে Provider ইচ্ছে করলে অন্যান্য Team Member দের সাথে Communicate করে কাজ করতে পারে Software টি Download করতে Community ট্যাব থেকে Resources লিংকটি Click করুন Windows, Mac এবং Linux User দের জন্য এই Software টির আলাদা আলাদা Version আছে
oDesk থেকে টাকা উত্তোলনের পদ্ধতিসমূহ
অন্যান্য Freelance Site এর মত oDesk থেকে অনেকগুলো পদ্ধতিতে টাকা উত্তোলন করা যায়যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে Payoneer Debit MasterCard, Money Bookers & Weir Transfer Debit Card এর মাধ্যমে আপনি World এর যেকোন স্থান থেকে টাকা উত্তোলন করতে পারবেন
oDesk সাইট যেভাবে কাজ করে ( একটি উদাহর )
১ . প্রয়োজন দক্ষ জনশক্তি: সাইটির কার্যপ্রনালী বুঝতে এই উদাহরটি লক্ষ্য করুন ধরা যাক, যুক্তরাষ্ট্রের নাগরিক Mr. Rahman ১ টি Web Design Agency গঠন করতে ইচ্ছুকতার দরকার ১ টি ভালো Web Development Team যারা কম মূল্যে Web Site তৈরী করে দিতে পারবেএক্ষেত্রে Online Freelancer হচ্ছে Mr. yusuf এর একমাত্র পছন্দকিন্তু একসাথে কয়েক জনকে Internet Manage করা বেশ ঝামেলাপূর্ণআবার যদি একই Project এ কয়েক জন Programmer কে একসাথে কাজ করানোর প্রয়োজন হয় তাহলে Mr. Rahman কি করবে?
২. চাকুরী তৈরি: সমাধান হচ্ছে oDesk Site Mr. Rahman oDesk-এ ১ টি Account তৈরি করলেন এবং Programmer, Graphics Designer, Data Entry Operator ইত্যাদি বিভিন্ন পদে কয়েকটি কয়েকটি চাকরি তৈরি করলেনকিছুক্ষনের মধ্যে প্রতিটি পদে ১০ টির অধিক আবেদন পত্র জমা পড়লপ্রার্থীদের প্রত্যেকের রয়েছে oDeskএ ১ টি Profile, কাজের ইতিহাস এবং অন্য Buyer কর্তৃক প্রদত্ত Feedbackপ্রত্যেক প্রার্থীর Profile, Cover Letter, Portfolio এবং বিভিন্ন Test Certificate পর্যবেক্ষন করে Mr. Rahman বেশ কয়েক জন অভিজ্ঞ প্রার্থী পেয়ে গেলেন
৩. চাকুরী প্রদান: প্রার্থীদের সাথে email-এ যোগাযোগ এবং Chat করে Mr. Rahman ২ জনকে পছন্দ করলতাদের মধ্যে ১ জন হচ্ছে বাংলাদেশ থেকে Mr. Sazzad ও তার Company আর যুক্তরাষ্ট্র থেকে Freelancer Writer Mrs. Christin Mr. Rahman তাদেরকে প্রতিঘন্টায় মূল্য পরিশোধের ভিত্তিতে নিয়োগ দিল
৪. Team Management: Mr. Sazzad এবং Mrs. Christin প্রতিদিন যখন কাজ করেন তখন তারা ঐ Working Hour গুলোতে oDesk Team” সফ্টওয়্যারটি চালু করে রাখেনএই Software টি প্রতি ১০ মিনিট পরপর তাদের কম্পিউটারের Screen Shot এবং অন্যান্য তথ্য oDesk-এর Server এ প্রেরণ করেঅন্যপ্রান্তে Mr. Rahman জানতে পারছে তার Team-এ সর্বশেষ অবস্থা এবং তাদের কর্ম দক্ষতা সম্পর্কেএই System-এ কেউ কাজ না করে বসে আছে কিনা তাও Mr. Rahman জানতে পারছেন অথবা কাজ করতে গিয়ে কেউ সমস্যায় পড়লে তাকে সাহায্য করতে পারছে
৫. সাপ্তাহিক মূল্য প্রদান: Mr. Rahman প্রতি সপ্তাহে oDeskএর “Time Log” থেকে জানতে পাছেন কে কতটুকু সময় কাজ করেছেনফলে তার Team এর প্রাপ্য মূল্য Mr. Rahman oDeskএর মাধ্যমে সাথে সাথেই প্রদান করতে পারছেন